আসলে ওয়ার্ডপ্রেস ডট কম ও ব্লগার দুইটাই জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম । আর ব্লগ তৈরিতে ওয়ার্ডপ্রেস ডট অর্গ বহুল প্রচলিত সফট ।
ওয়ার্ডপ্রেস ডট কম এ সুবিধা :
· এখানে আপনি ফ্রি
ব্লগ পাবেন ।
· এখানে ব্লগ
পরিসংখ্যান আছে । যা কোন ওয়েব টুলস ছারা মোট ভিজিটর ও আরো
অনেক কিছু দেখতে দেয় ।
· এখানে আপনি দ্রুত
জনপ্রিয়তা পেতে পারেন ।
· এখানে TRASH
মেনু আছে । আপনি ডিলেট করা
পোস্ট এখানে থেকে আবার ফিরিয়ে আনতে পারেন ।
ব্লগার ডট কম এর সুবিধা :
· এখানে আপনি ফ্রি
ব্লগ পাবেন ।
· এখানে আপনি iframe
ট্যাগ ব্যবহার করতে পারবেন , যার মাধ্যমে অনেক অ্যাড সার্ভার এড দিয়ে থাকে ।
· google adsense ব্যবহার করা যাই ।
· এটার জন্য অনেক
থিম পাওয়া যাই ।
· এটা গুগুলের একটা
জনপ্রিয় সার্ভিস ।
এর ভেতরে পার্থক্য :
· দুইটাই ফ্রি ।
· WP তে এড ব্যবহার করা
যাই না । BG
তে এড ব্যবহার করা যাই ।
· WP তে জনপ্রিয় হওয়া
যাই দ্রুত । BG তে দেরীতে হয় ।
· WP তে সীমিত থিম
ব্যবহার করা যাই । BG তে বেশি থিম ব্যবহার করা যাই ।
+ comments + 1 comments
valo valo ?
একটি মন্তব্য পোস্ট করুন
টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।