কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।আমিও ভাল আছি ।
১. শিরোনাম দিয়ে খোজা:
কোন টপিক্স এর শিরোনাম দিয়ে তথ্য খুজতে চাইলে উদ্ধৃতি চিহ্ন দিয়ে খুজলে কাঙ্খিত তথ্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইংরেজি অথবা বাংলার ক্ষেত্রে লিখতে হবে এভাবে…
কোন টপিক্স এর শিরোনাম দিয়ে তথ্য খুজতে চাইলে উদ্ধৃতি চিহ্ন দিয়ে খুজলে কাঙ্খিত তথ্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইংরেজি অথবা বাংলার ক্ষেত্রে লিখতে হবে এভাবে…
উদাহরণ: “বই”
or “Book”
২. অর্ন্তভুক্ত বিষয় দিয়ে
খোজা:
ধরুন আপনি হুমায়ুন আহমেদের বই খুজতে চান তাহলে, ড্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে।
ধরুন আপনি হুমায়ুন আহমেদের বই খুজতে চান তাহলে, ড্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে।
উদাহরণ: বই-হুমায়ুন আহমেদ or
book-Humayun Ahamed
৩. কোন নির্দিষ্ট ওয়েব
সাইট খোজা:
কোন নিদির্ষ্ট তথ্যে ওয়েব সাইট খুজে পেতে নিচের মতো করে সার্চ দিতে হবে। যেমন ধরুন কোন বইয়ের সাইট।
কোন নিদির্ষ্ট তথ্যে ওয়েব সাইট খুজে পেতে নিচের মতো করে সার্চ দিতে হবে। যেমন ধরুন কোন বইয়ের সাইট।
উদাহরণ: “বই” site:ebook.com or “Maths”
site: math.com
৪. কোন শব্দের প্রতিশব্দ
খুজতে চাইলে :
ভাল ফলাফল পেতে নিদির্ষ্ট বিষয়ের দুপাশে কোটেশন ও পরে বাকা ড্যাস বসিয়ে শব্দটি বসাতে হয় ।
ভাল ফলাফল পেতে নিদির্ষ্ট বিষয়ের দুপাশে কোটেশন ও পরে বাকা ড্যাস বসিয়ে শব্দটি বসাতে হয় ।
উদাহরণ ”Marketing”~professional বাংলায়
“বাংলা”~জলাধার
৫. কোন নিদির্ষ্ট Format এর
ফাইল খুজলে:
যদি কোন কাঙ্খিত ফাইলের ধরন কোটেশনে এবং ফাইল নেইম কোলন এরপর এক্সটেনশন নেইম দিতে হয়।
যদি কোন কাঙ্খিত ফাইলের ধরন কোটেশনে এবং ফাইল নেইম কোলন এরপর এক্সটেনশন নেইম দিতে হয়।
উদাহরণ : “Song” Chammak Chalo:Mp3 or .pdf
or mpeg….
৬. একই ধাচের একাধিক ফাইল
খুজতে:
আপনি যদি একই ধাচের একাধিক ফাইল খুজে পেতে চান তবে Capital এ OR ব্যবহার করতে হয়।
আপনি যদি একই ধাচের একাধিক ফাইল খুজে পেতে চান তবে Capital এ OR ব্যবহার করতে হয়।
উদাহরণ: internet marketing OR advertising
৭. ফোন নাম্বার দিয়ে তথ্য পেতে চাইলে:
যদি কারও ফোন নাম্বার ব্যবহার করে, তথ্য পেতে চান তবে নিচের মতো করে লিখুন। কোড সহ ব্যবহার করুন।
যদি কারও ফোন নাম্বার ব্যবহার করে, তথ্য পেতে চান তবে নিচের মতো করে লিখুন। কোড সহ ব্যবহার করুন।
উদাহরণ: phonebook:+88017…………
৮. এরিয়া কোড ব্যবহার করে স্থান জানা:
আপনি এরিয়া কোড ব্যবহার করে আপনার ফোনে আসা কলটির লোকেশন জানতে পারবেন। গুগল এ লিখে সার্চ দিন।
আপনি এরিয়া কোড ব্যবহার করে আপনার ফোনে আসা কলটির লোকেশন জানতে পারবেন। গুগল এ লিখে সার্চ দিন।
উদাহরণ: 617
৯. চিত্র খোজা:
চিত্র খোজার ক্ষেত্রে google হতে Image সিলেক্ট করে সার্চ বক্সে কাঙ্খিত ইমেজের নাম লিখুন। এতে শুধু ইমেজের নাম দেখাবে, Video select এ ভিডিও দেখাবে। এতে অন্য তথ্যের ভীর কমে।
চিত্র খোজার ক্ষেত্রে google হতে Image সিলেক্ট করে সার্চ বক্সে কাঙ্খিত ইমেজের নাম লিখুন। এতে শুধু ইমেজের নাম দেখাবে, Video select এ ভিডিও দেখাবে। এতে অন্য তথ্যের ভীর কমে।
উদাহরণ: উপরের অংশ হতে Image এবং
Seach বক্স এ টেক্স।
১০. গুগল হতে নিদির্ষ্ট
সাইটে সার্চ:
বক্সে এক্সটেশন নেইম সহ তথ্য এরপর in বসিয়ে সাইটির নাম লিখুন। এতে করে ঐ নিদির্ষ্ট সাইটের কাঙ্খিত তথ্য পাওয়ার সম্ভাবনা বাড়ে।
বক্সে এক্সটেশন নেইম সহ তথ্য এরপর in বসিয়ে সাইটির নাম লিখুন। এতে করে ঐ নিদির্ষ্ট সাইটের কাঙ্খিত তথ্য পাওয়ার সম্ভাবনা বাড়ে।
উদাহরণ: Locker in www.techtunes.com.bd
১১. গুগল হতে যোগ বিয়োগ
গুনন ভাগ করা :
আপনি সংখ্যাগত তথ্যের গানিতিক সমাধারণ পেতে নিচের মতে করে লিখুন। অথবা সুত্রের ব্যাখ্যা পেতে সূত্রটি লিখুন।
আপনি সংখ্যাগত তথ্যের গানিতিক সমাধারণ পেতে নিচের মতে করে লিখুন। অথবা সুত্রের ব্যাখ্যা পেতে সূত্রটি লিখুন।
উদাহরণ: 48512*1.02
১২. কোন কিছুর সংজ্ঞা পেতে:
আপনি যদি কোন শব্দের সংজ্ঞা পেতে চান তবে কোলন দিয়ে লিখুন।
আপনি যদি কোন শব্দের সংজ্ঞা পেতে চান তবে কোলন দিয়ে লিখুন।
উদাহরণ: define:plethora
১৩. কোন সফট্ওয়্যার খুজে
পেতে:
আপনার প্রয়োজনে কোন সফটওয়্যার খুজে পেতে চাইলে ফাইটির ধরন লিখে কোলন দিয়ে সফটওয়্যাটির নাম লিখে .exe দিন।
আপনার প্রয়োজনে কোন সফটওয়্যার খুজে পেতে চাইলে ফাইটির ধরন লিখে কোলন দিয়ে সফটওয়্যাটির নাম লিখে .exe দিন।
উদাহরণ: Multimedia : photo editing.exe
১৪. কোন প্রশ্নের উত্তর
পেতে চাইলে:
আপনি যদি কোন প্রশ্নের উত্তর খুজে পেতে চান তবে গুগলে প্রশ্ন
লিখে সার্চ দিন। ব্যস হয়ে গেল।
উদাহরণ: বাংলাদেশের বর্তমান গ্যাস ক্ষেত্র কতটি? ২০১১
ইংরেজিতে Ask.com or answers.yahoo.com এ লিখে সার্চ দিন।
একটি মন্তব্য পোস্ট করুন
টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।