ঘরে বসে আরবী বর্ণমালা শিখুন...(পর্ব-১)



 
আসসালামু আলাইকুম, প্রতিটি মুসলিম বাবা মা-ই তার সন্তানকে ছোটবেলা  থেকেই আরবী শিখাতে চান তাই সন্তানকে আরবী ভাষায় দক্ষ করে তোলার জন্য আপনাকে গৃহ শিক্ষকের শরণাপন্ন হতে হয়
আর গৃহ শিক্ষক পাওয়া ও অনেক জামেলারএবার আপনি-ই আপনার সন্তানের শিক্ষকের(আরবী) দায়িত্ব পালন করতে পারবেনআর যদি আপনি সময় না ও পান, আপনার সন্তানকে একবার দেখিয়ে দিলে সে নিজে থেকেই শিখে নিতে পারবে যদি আপনি আপনাদের ছেলেমেয়েদের আরবী শিখাতে চান অথবা নিজেই শিখতে চান তাহলে আপনার কম্পিউটারের মাধ্যমেই খুব সহজেই শিখে নিতে পারেন আরবী ভাষা

      আরবী বর্ণমালা শেখার ছোট্ট একটি ফ্লাশ ফাইল । 


আকারে খুবই ছোট মাত্র ৫১৭ কেবি সাইজবর্ণমালাতে ক্লিক করলে উচ্চারন বলে দেয়, আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ও খুব ভালো লাগবে আমার বিশ্বাস  

ছোট্ট সোনামনিদের আরবী অক্ষর শেখানোর কাজে লাগবে পাশাপাশি বড়দেরও।   

তো আর দেরি কেন ডাউনলোড করে নিজে নিজেই  আরবী শিখুন।।


 

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।