প্রযুক্তি ব্যবহার করে আরবী শিখুন [পর্ব-০২] :: আরবী লেখার জন্য অসাধারণ এক সফটওয়্যার

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
আরবী শিখতে/লিখতে আগ্রহী সকলের  জন্য
কম্পিউটারে ও ইন্টারনেটে আরবী লেখার জন্য ইউনিকোড সমর্থিত অসাধারন একটি সফটওয়্যার
Arabic Pad এটির সাইজ মাত্র 58 KB. এটি পোর্টাবল তাই ইনষ্টল করার ঝামেলা নেই। এটির কি বোর্ড
লেআউট খুবই ইউজার ফেন্ডলি আর অভ্রর সাথে এর কিছু মিল আছে যেমন, আমরা অভ্রতে আ লিখতে হলে Keybord থেকে A চাপ দিলে আ হয়ে যায় ঠিক তেমনি Arabic Pad মাধ্যমে A চাপ দিলে আলিফ ا, B চাপ দিলে ب, T চাপ দিলে ت, আমি নিজেই এই সফটওয়ার এর মাধ্যমে অনলাইনে টাইপ করি, এবং মাদ্রাসার প্রশ্নের কাজ করি। ইনশাআল্লাহ চেষ্টা করুন আপনিও পারবেন।
ডাউনলোড

Share this article :

+ comments + 1 comments

৯:১৩ PM

অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগল পোষ্টটি পেয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।