আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
ছোট ছোট কাজের পর্বের আজকের ৬ তম পর্বে এসে হাজির হয়েছি, আজকের টিউন এর সফট গুলো অন্য গুলো এর তুলনায় অনেক বড়, অনেকে বলে হোছাইন ভাই আপনার সফট গুলো যদি আমাকে দিতেন, তাই এক এক না করে সফট গুলো কে এক সাথে করে দিলাম যেন আর কষ্ট না হয়। আর ছোট ছোট সফট গুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু টিউমেন্ট এ উল্লেখ করতে ভুলবেন না।
আজকের সফট গুলো ও ফেলে দেওয়ার মত না, রেখে দিন কাজে দিবে । এখানে Inpage Urdu 2011 আর Kasem Frame সফটওয়ার এর কাজ না পারলে টিউমেন্ট এ বলতে ভুলবেন না আশা করি।
তাহলে আর দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র 846 MB
বিঃদ্রঃ আজকের সফট গুলোর এমবি বেশি হওয়ার কারনে অনেক সময় লেগেছে, এবং কি অনেক সময় অপচয় হয়েছে তা আমি জানি। ইনশাআল্লাহ আগামীতে আর বড় সফট দেওয়া হবে না । সব গুলো ছোট ছোট দেওয়া হবে।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ
আজকের সফট গুলো ও ফেলে দেওয়ার মত না, রেখে দিন কাজে দিবে । এখানে Inpage Urdu 2011 আর Kasem Frame সফটওয়ার এর কাজ না পারলে টিউমেন্ট এ বলতে ভুলবেন না আশা করি।
তাহলে আর দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র 846 MB
বিঃদ্রঃ আজকের সফট গুলোর এমবি বেশি হওয়ার কারনে অনেক সময় লেগেছে, এবং কি অনেক সময় অপচয় হয়েছে তা আমি জানি। ইনশাআল্লাহ আগামীতে আর বড় সফট দেওয়া হবে না । সব গুলো ছোট ছোট দেওয়া হবে।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ
একটি মন্তব্য পোস্ট করুন
টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।