MicroSoft Office Excel শিখতে নিয়ে নিন আমার তৈরি করা ১টি বই (কাজের বই)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।  
MicroSoft Office Word পাবলিশ করার পর অনেকে বলেছে, হোছাইন ভাই বই টি অনেক সুন্দর হয়েছে আর যদি MicroSoft Office Excel বই টি শেয়ার করতেন এভাবে অনেকে ফেইসবুকে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন MicroSoft Office Excel বইটির কথা,


তাই অনেক সময় নিয়ে আজ সময় পেয়ে বইটি সবার মাঝে শেয়ার করার জন্য টিটিতে আসা।  
ইনশাআল্লাহ! বাকি MS Access, MS Power Point, Adove Photoshope, HTML, WordPress এর বইগুলো শেয়ার করব ।
  
আমরা অনেকেই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানি না ।  
কম্পিউটার চালাতে, কোম্পানীতে চাকুরী করতে এবং বিভিন্ন রকম হিসাব নিকাশ রাখতে মাইক্রোসফট এক্সেল সমন্ধে জানা অতি প্রয়োজন । তাই বাংলা শিখুন।
  
 Ms Excel Microsoft Office গ্রুপের একটি প্যাকেজ প্রোগ্রামঃ- গানিতিক, আর্থিক, বিজ্ঞানিক যাবতীয় ক্যালকুলেশনের সেরা প্রোগ্রাম হলো মাইক্রোসফট এক্সেল। গং ঊীপবষ দিয়ে চার্ট তৈরী করা, ডেটা সর্ট করা, ডেটা ফিল্টারিং করা, ফরম পূরন করে ডেটা এন্ট্রি করা, সাবটোটাল নির্ণয় করা, ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রন করা, টেবিলের সাহায্যে এক বা দুই চলক ডেটা টেবিল হিসাব করা, ডেটা কনসলিডেট করা, গোল সিকের সাহায্যে বিনিয়োগের লক্ষ্য মাত্রা নির্ধারন করা, ফাংশন ব্যবহার করে জটিল জটিল ক্যালকুলেশন করা, সিনারিও তৈরী করা,বেতন বিবরণী হিসাব করা, রেজাল্ট শীট তৈরী করা, কমিশন হিসাব করা, মজুরী নির্ণয় করা, পারসেনটিজ হিসাব করা,আয় কর হিসাব করা, ইত্যাদি গানিতিক কাজ এই এক্সেল দিয়ে দ্রুত করা যায়।
  
তাই আর দেরি কেন MS Word এ তৈরি করা ১৯ পেইজের ৫ মেগাবাইটের বইটি ডাউনলোড করতেএখানে ক্লিক করুন।

   
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।আল্লাহ হাফেজ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।