ফটোশপ এর যাদু [পর্ব-৪৬] :: ফটোশপের কারসাজি আপনার নিজের তৈরি করা ব্রাকগ্রাউন্ডে দিয়ে দিন আপনার ছবি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
 
আমার ফটোশপের যাদু এক এক করে আজ ৪৬ তম পর্বে হাজির হয়েছি, আজ আমরা ফটোশপ যাদুর পর্বে শিখব কিভাবে নিজের ব্রাকগ্রাউন্ড এ নিজের ছবি দেওয়া যায় তার নিয়ম, অনেকের হয়ত এই সহজ নিয়ম টি জানা আছে যাদের জানা নেই তাদের জন্য আজকের টিউন। নিজের কথাগুলো ভাল করে খেয়াল করুন আর তৈরি করুন ডিজাইন।

প্রথমে ফটোশপ চালু করুন তারপর মেনু থেকে File > New ক্লিক করে নিচের মত ১টি পেজ নিন ।
এবার foreground color আপনার পছন্দের মত এবং background color পছন্দমত সিলেক্ট করুন। তারপর টুল বার থেকে Gradient tool টি সিলেক্ট করে নতুন পেজের নিচ থেকে উপর পর্যন্ত একটি রেখা টান দিন ।
এবার মেনু থেকে Filter>Distort> Wave এ ক্লিক করুন ।
তাহলে নিচের মত একটি পপ-আপ উইন্ডোটি আসবে। নিচের মত মান অথবা নিচের ইচ্ছামত মান দিয়ে Ok করুন।
এখন আবার মেনু থেকে Filter > DISTORT> Polar Coordinates এ ক্লিক করুন।
তাহলে নিচের ছবির মত একটি উইন্ডো আসবে, নিচের মত করে OK করুন।
সবশেষ আমাদের ছবিটি দেখতে এই রকম হবে।
আর আপনার যদি ব্রাকগ্রাউন্ড কালার সুন্দর না হয় তাহলে মেনু থেকে image >Adjustment> Brightness/Contrastক্লিক Hue /Saturation করুন, তারপর Colorize” অপশনটি সিলেক্ট করে Hue /Saturation-এর স্লাইডার গুলোকে ডানে বামে সরিয়ে পছন্দমত রঙ সিলেক্ট করে নিন।
এবার আমাদের নিজের তৈরি করা ব্রাকগ্রাউন্ড এর মধ্যে নিজের ছবি দিতে হলে, ফটোশপে আপনার ছবি ওপেন করে ব্রাকগ্রাউন্ড মধ্যে ছেড়ে দিন নিচের মত করে।  
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।