এনিমেশন তৈরি করুন দারুন এক সফট দিয়ে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমি এনিমশেন নিয়ে কয়েকটি টিউন করেছি যারা দেখেন নাই তারা আমার টিউন গুলো দেখতে পারেন।

 আজ আমি আপনাদের জন্য এমন ১টি এনিমেশন তৈরি করার সফট আনব যা দিয়ে আপনি অনেক সুন্দর এনিমেশন তৈরি করতে পারবেন ছবি অথবা লেখা দিয়ে। প্রথমে এখান থেকে Photo scape সফট টি ডাউনলোড করে ইন্সটল করুন, তারপর চালু করুন।
এবার Animated Gif বাটনে ক্লিক করে তারপর Add বাটনে ক্লিক করে আপনার ছবিগুলো দেখিয়ে দিন যেগুলো দিয়ে আপনি এনিমেশন তৈরি করতে চান, এভাবে আপনি অনেক গুলো ছবি একসাথে করে animation তৈরী করতে পারবেন।
এই সফট এর একটি সুবিধা হল এই সফট দিয়ে আপনি বিভিন্ন রকম এনিমেশন Effect দিতে পারবেন যা অন্যান্য সফট এ কম পাওয়া যায়। আর এনিমেশন Effect দিতে হলে Change Effect বাটনে ক্লিক করুন। আর Change Effect এর উপরে Change time ক্লিক করে সিলেক্ট করে দিন কতক্ষণ পর পর শো করবে আপনার ছবি তা নির্ধারণ করে দিন।
সবশেষ ছবির সাইজ আর background কালার দিয়ে Save বাটনে ক্লিক করে করে সেভ করে রাখুন ।
উপরের নিয়মে করা আমার এনিমেশনটি।
   
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।  
আল্লাহ হাফেজ। ভাল লাগলে আমাদের নতুন তৈরি ওয়েব সাইট থেকে ঘুরে আসতে পারেন।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।