ফটোশপ এর যাদু [পর্ব-৪২] :: যে কোন পোষাকের রং চেঞ্জ করুন (ঈদ আসার আগে আগে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
 
ধরুন আপনি এক জায়গায় বেড়াতে গেলেন সেখানে লোকেশন খুব সুন্দর এখন আপনি অনেক গুলো ছবি উঠালেন কিন্তু জামা একটাই আপনি চিন্তা করলেন জামা যদি চেঞ্জ করা যেত! চিন্তা নেই আপনি যদি যে ছবিগুলো তুলেছেন তার জামার রং চেঞ্জ করতে পারবেন ।
বাস্তবে না পারলেও ফটোশপের যাদু দিয়ে করা তা কোন ব্যাপারই না। তো প্রথমে ফটোশপ চালু করুন ।


এবার যে ছবিগুলো গুলোর জামার রং চেঞ্জ করবেন তা ওপেন করুন ।
এবার টুলবার থেকে Pen Tool সিলেক্ট করে ছবির চারপাশে selection করুন ।
এখন জামার রঙ পরিবর্তন করার জন্য মেনু থেকে Image > Adjustment> Hue/Saturation এ ক্লিক করুন । অথবা কি-বোর্ড থেকে CTRL+U দিলে হবে।
তাহলে একটি পপ আপ বক্স আসবে এবার আপনার জামার রং অনুযায়ী রঙ্গয়ের স্লাইডার গুলো ডানে বামে টেনে কালার অনুযায়ী মনের মতন রঙ সিলেক্ট করে Ok তে ক্লিক করুন।
দেখুন আগে জামার কালার ছিল কি আর এখন কি হল ফাইনাল আউটফুট।  
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।  
আল্লাহ হাফেজ।
 
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।