আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
গ্রাফিক্স ডিজাইনের জন্য এই ফটোশপ সফট্যারের কোন জুড়ি নেই।ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা যায় তা নয় ফটোশপ দিয়েও লেখার মধ্যে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়।
গ্রাফিক্স ডিজাইনের জন্য এই ফটোশপ সফট্যারের কোন জুড়ি নেই।ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা যায় তা নয় ফটোশপ দিয়েও লেখার মধ্যে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়।
আজ আমরা শিখব কিভাবে ফটোশপে লেখার মধ্যে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় তার নিয়ম,
তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।প্রথমে ফটোশপ চালু করুন...
এবার Menubar থেকে File>New কমান্ড দিয়ে যে কোন মাপের একটি পেজ নিন, অথবা নিচে আমার দেখানো মত পেজ নিতে পারেন।
এবার সাদা পেজকে কালো কালার দ্বারা ফিল করতে হলে টুলবার থেকে Forground color
( black ) আর Background color ( White ) সিলেক্ট করে, কী-বোর্ড থেকে Ctrl+Backspace
চাপ দিন তাহলে আমাদের তৈরি করা সাদা পেজটা কালো কালো রঙ-এ ফিল হবে, নিচের মত করে।
এবার টুলবার থেকে Text Tool সিলেক্ট করে আপনার যা ইচ্ছা টা লেখুন । নিচে আমি TECHTUNES লিখলাম আপনারা যে কোন লেখা
লিখতে পারেন।
এবার Layer
প্যালেট থেকে Create a New Layer এ
ক্লিক করুন...।
এখন টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করে TECHTUNES টেক্সট এর
উপরে ইচ্ছা মতো কালার দিন ।নিচের মত করে।
এবার আমাদের উপরে রং
করা TECHTUNES টেক্সট এর gaussian
blur অ্যাড হলে, নিচের নিয়ম অনুসারে কাজ করুন।
এখন লেয়ার প্যালেট থেকে blend mode থেকে overlay সিলেক্ট করুন। নিচে
ছবিটা ভালো করে খেয়াল করুন...
তাহলে ফাইনাল ইমেজ নিচের মত হবে যদি উপরের নিয়ম গুলো ভালো ভাবে করে থাকেন।
ফাইনাল আউটফুট দেখতে হলে File>Save As> ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন, আর দেখুন কেমন হয়েছে আপনার কাজ করা ছবিটি।
একটি মন্তব্য পোস্ট করুন
টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।