সাধারণত জাভা সেটে ব্লুটুথ এ কিছু নিলে তা সরাসরি রিসিভ ফাইলে চলে আসে সেভ করতে হয় না কিন্তু সিম্বিয়ান সেটে ব্লুটুথ কোনো ফাইল নিলে তা ম্যাসেজ এ আসে তা একটা একটা করে সেভ করতে হয় যা খুব বিরক্তিকর আর বিরক্ত না হওয়ার জন্য একটা টিপস দিব যা দিয়ে আপনি সব ম্যাসেজের সব ফাইল একসাথে একসাথে মেমোরিতে মোভ বা কপি করতে পারবেন কার্যপদ্ধতি -
1. প্রথমে আপনার লাগবে একটা xplore মোবাইল সফটওয়ার
2.''xplore'' ওপেন করুন এবং অপশেনে যান তারপর টুল্স যান
3.টুল্স থেকে ম্যাসেজে যান সেখানে আপনার ব্লুটুথ এ নেওয়া সব ফাইল পাবেন 4.আবার অপশনে গিয়ে মার্ক all করুন
5.আবার অপশনে গিয়ে মোভ এ ক্লীক করুন 6.তারপর আপনার পছন্দের ফোল্ডারে মোভ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন
টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।