একটি মজার কম্পিউটার ট্রিকস, আপনার বন্ধুকে চমকে দিন!!! (নতুনদের জন্য)




আসসালামু-আলাইকুম,
এখন যেই জিনিসটা দেখাব, তা খুব জরুরি কোন বিষয় নয়; তবুও একটু দেখলে friend-এর পিসিতে মজা করতে পারবেন তো চলুন শুরু করা যাকঃ

১. আপনার বন্ধুর কম্পিউটারের স্ক্রীন শট নিন কী-বোর্ড থেকে ( Print Screen SysRq চাপ দিন) এটা করার কারনে আমি যেটা স্ক্রীন শট নিব সেটা কপি হবে।
২. এবার কপি করা স্ক্রীন শটটি পেস্ট করতে Start মেনুতে গিয়ে All Programs > Paint- গিয়ে Paste করুন তারপর File>Save As গিয়ে যে কোন একটি নাম দিয়ে JPEG বা PNG ফরম্যাটে save করুন
৩. এইবার মজা, এটাকে ডেক্সটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখুন
৪. এবারে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে view-এ মাউস রেখে show desktop icon এর টিক তুলে দিন
৫. ব্যস...কাজ শেষবন্ধুর কম্পিউটার বন্ধুকে দিয়ে দিন
 সবশেষে বলি এটা শুধুই একটা fun post. আপনারা সবাই হয়ত এটা জানতেন, কিন্তু এমন মজা করা যায় তা হয়ত ভাবেননি, তাদের জন্যই এই পোস্ট
AvR GB ch©š—, Avj­vn nv‡dR  
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।