ফটোশপ এর যাদু [পর্ব-৪০] :: এবার আপনিও পারবেন লেখার ভিতর ছবি দিতে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
অনেক দিন যাবত ফটোশপ নিয়ে টিউন করা হয় না তেমন, ইনশাল্লাহ ফটোশপ নিয়ে কয়েকটি পর্ব করে তার সমাপ্তি করে দিব। আগের মত আর টিউন এর তেমন সুযোগ পাইনা তাই আর টিউন করা হয় না, কিন্তু চেষ্টা থাকি টিউন করার তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফটোশপ যাদুর পর্ব এ। আশা করি এই পর্বটি ও আপনাদের অনেক ভাল লাগবে আমার বিশ্বাস।


 তাহলে আসুন সহজ নিয়ম টি শিখে নিই। প্রথমে আপনার ইন্সটল করা ফটোশপ চালু করুন।
এবার যে ছবির মধ্যে আপনার লেখা দিবেন সে ছবিটা ওপেন করুন নিচে আমার মত করে।
এবার টুলবার থেকে Horizontal Mask Type Tool টাইপ টুল সিলেক্ট করে উপর কিছু লেখা লিখুন যে লেখা আপনি ছবির ভিতর দিতে চাচ্ছেন।
 আর লেখার সাইজ আপনার ইচ্ছামত বাড়িয়ে নিন, অথবা কি-বোর্ড থেকে CTRL চেপে ধরে লেখাকে ছোট বড় করতে পারবেন।
এবার টুলবারের Move টুলে ক্লিক করুন তাহলে আমাদের ছবির লেখার লেখাটুকু সিলেকশন হবে এবার নিচের মত করে।
এবার এই সিলেকশ করা লেখাকে কাট/কপি করে পেষ্ট করুন অন্য পেজে দেখুন ছবির ভিতর কি সুন্দর ভাবে লেখা চলে এসেছে।
 এটা একেবারে সহজ কাজ আপনি কাজ করে দেখুন আপনিও পারবেন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।