কি-বোর্ড অথবা মাউস, যেকোন একটা দিয়েই চলবে কম্পিউটার!




কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় আমরা এরকম সমস্যার মুখোমুখি হই যখন কি-বোর্ড কিংবা মাউস কোন একটা কাজ করছে না তাই বলে কি হতাশ হয়ে যাবেনউহু, মোটেও নাআপনার জন্য সমাধান এখানে.


কি-বোর্ড বা মাউসের যেকোনো একটি দিয়েই কম্পিউটারে কাজ চালিয়ে নেওয়া সম্ভব

যদি কি-বোর্ডটি সচল এবং মাউসটি অচল হয়, তবে কি-বোর্ড থেকে Left Alt+Left Shift+Num Lock একত্রে চাপতে হবে
তারপর একটি অপশন আসবে এতে OK করলেই কি-বোর্ডের সংখ্যার বোতামগুলো (নিউম্যারিক কি-প্যাড) মাউস হিসেবে কাজ করবে
, , , , , , , বোতামের মাধ্যমে মাউস পয়েন্টার নাড়িয়ে সব কাজ করা যাবে

আর সমস্যা যদি উল্টোটা হয়, অর্থাৎ মাউস সচল আর কি-বোর্ড অচল, সে ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Start থেকে All programs থেকে Accessories তারপর Accessibilityকিংবা ease of access থেকে on Screen Keyboard নির্বাচন করতে হবেডেস্কটপে একটি কি-বোর্ড চলে আসবেসেটির বোতামে মাউস দিয়ে ক্লিক করে কি-বোর্ডের কাজ করা যাবে

ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।