ফটোশপ এর যাদু [পর্ব-৪৫] :: ফটোশপে তৈরি করুন অসাধারণ ডিজাইন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
ফটোশপ দিয়ে নানার ধরনের ডিজাইন তৈরি করা যায়, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে ব্রাকগ্রাউন্ড এর ট্রান্সপারেন্ট লেখা লিখতে হয় তার নিয়ম।


 প্রথমেই ফটোশপে যে কোন একটি ছবি ওপেন করুন।
এবার আমরা ১টি নতুন লেয়ার নিয়ে তা White কালার দ্বারা Fill করব। নিচের মত করে।
এবার টুলবার থেকে Type Tool সিলেক্ট করে আপনার কাঙ্খিত লেখা লিখুন।
এবার মেনু থেকে Layer > Rasterize > Layer এ ক্লিক করুন।
এবার আমাদের Layer প্যালেট Text লেখাটি সিলেক্ট না থাকলে সিলেক্ট করে, কিবোর্ড থেকে CTRL চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করুন। তাহলে লেখাটি সিলেক্ট হবে।
এবার নিচের মত Layer1 সিলেক্ট করে কিবোর্ড থেকে Delete প্রেস করুন।
এবার Text লেয়ারটি Hide করতে Text Layer এর পাশে চোখ এর উপর ক্লিক করুন।
এবার Toolbar থেকে Marquee tool সিলেক্ট করে কিছু সাদা অংশ ছবির মত সিলেক্ট করি।
 এবার মেনু থেকে Select > Inverse অথবা কি-বোর্ড থেকে Shift+Ctrl+I প্রেস করুন।
 নিচের মত সিলেকশন হবে।
 এবার কিবোর্ড থেকে Delete কি প্রেস করুন। নিচের ছবির মত হবে।
এবার Layer প্যালেট থেকে Opacity কমিয়ে দিন।
 সবশেষ আমাদের ফাইনাল আউটফুট ছবিটি।
 বিঃদ্রঃ আমি কাজটি অনেক দ্রুত করেছি তাই সুন্দর হয়নি, আপনি একই নিয়মে বুঝে কাজটি করুন দেখবেন অনেক সুন্দর হবে। ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।