Memory Card ভালো রাখার টিপস



সাধের Memory Card যদি নষ্ট হয়ে যায় এবং তাতে যদি গুরুত্বপূর্ন ডাটা থাকে তাহলে কেমন
লাগে
?
আসুন Memory card ভালো রাখার কিছু টিপস যেনে নেইঃ
১)আপনার মোবাইলে যতটুকু পরিমাণ মেমোরি কার্ড সাপোর্ট করে তার অর্ধেক পরিমাণ মেমোরি কার্ড আপনার মোবাইলে ব্যাবহার করুন
২) মেমোরি কার্ডকে কখনই পেন ড্রাইভ হিসেবে ব্যাবহার করবেন না
৩) কার্ড রিডার এর বদলে ডাটা ক্যাবলব্যা বহার করুনকারন, কার্ড রিডার ব্যাবহার করলে       মেমোরি কার্ডের ওপর বেশি চাপ পরে
৪) মোবাইলে একটানা বেশি সময় ধরে গান শোনা অথবা ভিডিও দেখা উচিত নয়
কারন, এতে মেমোরি কার্ড ও মোবাইলের ব্যাটারি দুটির ওপরই বেশি চাপ পড়ে
৫) মেমোরি কার্ড ফরম্যাট করার প্রয়োজন হলে কম্পিউটারের বদলে মোবাইল দিয়ে ফরম্যাট
     করুন মনে রাখবেন, মোবাইলের মেমোরি কার্ড শুধুমাত্র মোবাইলের জন্যই তৈরি করাহয়েছে
     এটাকে কম্পিউটারে ব্যাবহার না করাই ভালো
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।