Gadgets Fish যা আপনার ব্লগ সাইটকে আর সুন্দর করে ফুটিয়ে তুলবে

                                                  বিছমিল্লাহির রাহ্ মানির রাহীম
কেমন আছেন সবাই? আসা করি মা দিবসে সবাই মায়ের গায়ের ঘন্দ কে বুকে নিয়ে, মায়ের ভালবাসাকে বুকে নিয়ে, মায়ের মমতা ও মাকে জুড়িয়ে দরে, যে যেখানে আছেন যে ভাবে আছেন অনেক অনেক ভালো আছেন শান্তি তে আছেন। এই শান্তি যে পৃথীবির কত বড় শান্তি , সুখ, তা কেও মাকে ছেড়ে দূরে না থাকলে বুঝতে পারবেন না।

মা যে কত বড় সম্পদ। যাক ভাইরা দোয়া করি আপনারা যারা মায়ের কাছে আছেন তারা যেন মায়ের কুলে শান্তিতে থাকেন সুখে থাকেন মায়ের সেবা করেন। আমার মত যারা মাকে ছেড়ে পেটের দায় অনেক দূরে আছে তাদের সবাইর জন্য, আমার জন্য দোয়া করবেন। আমরাও যেন আপনাদের মত দেশে এসে মায়ের বুকে মাথা গুছিয়ে একটু শান্তিতে থাকতে পারি। তো ভাইরা অনেক কথা হলো, আজ আমি আপনাদের কে একটা ছোট টিউন উপহার দেব যা দিয়ে আপনি আপনার ব্লগ বা সাইট কে আরও সুন্দর ভাবে সাজিয়ে তুলতে পারবেন। আর তা হলো Gadgets Fish Screen এই ছোট Screen এর ভিতর কত গুলো মাছ খেলা ধুলা করবে। যা আপনার ব্লগ সাইটকে আর সুন্দর করে ফুটিয়ে তুলবে। তো শুরু করে দিন আমার সাথে সাথে... প্রথমে আপনি এই সাইটে যান এইখানে ক্লিক করুন এখন Gadgets Fish মাছের বোর্ড তা দেখতে পাচ্ছেন, তার নিছে embed code গুলো আছে এখন আপনি embed code গুলো কপি করে আপনার ব্লগে Paste করে দিন ব্যাস হয়ে গেলো। আর আপনি চাইলে edit settings গিয়ে মাছের রঙ পরিবর্তন ও পাঁছটা থেকে দশটা মাছ করতে পারেন।...
Screen উপর ক্লিক করে মাছ গুলোকে খাওয়ার খাওয়াতে পারেন।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।