মোবাইল থেকে এসএমএস – এর মাধ্যমে ই-মেইল সেন্ড,রিসিভ,রিপ্লাই করুন।(জিমেইল)!!




মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে ই-মেইল সেন্ড,রিসিভ,রিপ্লাই করুন।(জিমেইল)!!
খুব বেশি কিছু করতে হবে না,অল্প কিছু কাজ

How to send, receive and reply emails as SMS on Gmail



১ম ধাপঃ

=>১মে www.gmail.com এ গিয়ে লগইন করুন

=>তারপর ডানদিকে উপরের দিকে আপনার জিমেইল প্রোফাইল পিকচারে ক্লিক করুন

=>সেখানে Account বাটনে ক্লিক করুন

=>তারপর সেখান থেকে “Phone and SMS Settings” এ যান

=>সেখানে “Open SMS Settings” বাটনে ক্লিক করুন

=>ড্রপ ডাউন মেনু থেকে “Bangladesh” সিলেক্ট করুন “Country” হিসেবে

=>সেখানে আপনার মোবাইল নম্বর টি দিন

(তবে নাম্বার দেয়ার সময় নাম্বারের ১মে যে “0″(জিরো) নম্বর থাকে সেইটা বাদ দিবেন)

=> এবার সেন্ড বাটনে ক্লিক করুনতাহলে আপনার মোবাইলে একটি কোড আসবে সেটি ভেরিফিকেশন বক্সে দিয়ে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করবেন

How to send, receive and reply emails as SMS on Gmail

২য় ধাপঃ

=>মোবাইল নাম্বার ভেরিফাই করুন

=>এবার “Forward my incoming email messages” সিলেক্ট করে সবকিছু ওকে করুন

ব্যাস এবার মোবাইলেই ইমেইল রিসিভ করুন,এসএমএস এর মাধ্যমে

এবার আপনার কোন ই-মেইলের রিপ্লাই দেয়ার প্রয়োজন হলে যে ইমেইল টি আসবে সেটি ওপেন করে রিপ্লাই বাটন চেপে আপনার ই-মেইল রিপ্লাই করতে পারবেন
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।