নিজেই মোবাইল নিজেই ফ্ল্যাশ দিন ফ্লাশ বক্স ছাড়া (চেষ্টা করুন আপনিও পারবেন)

নোকিয়া স্মার্ট/symbian ফোন অনেক সময়ই ভাইরাস এ আক্রান্ত হয় আবার ভাইরাস ছাড়া ও এইগুলো অনেক সময় ধীরগতির হয় এ যাই অধিকাংশ ব্যাবহার কারীই তখন উপায়ান্তর না দেখে সার্ভিস সেন্টার গিয়ে ফোনটি ফ্ল্যাশ করান এ সমস্যা কিন্ত নিজেও সমধান করা যেতে পারে প্রথমে সেট টি বন্ধ করে সিম ও মেমোরি কার্ড টি খুলে নিন এবার * , 3 , send বাটন। 
তিনটি একত্রে চেপে ধরে মোবাইল এর পাওয়ার বাটন চেপে মোবাইল চালু করুন
সেট পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বাটন গুলো চেপে ধরে রাখতে হবে সেটটি অন হয়ে গেলে দেখবেন এটি একেবারে নতুন এর মত হয়ে গেছে তবে আপনার সেটটি যদি হয় নোকিয়ার বর্তমান মডেল এর অথবা যেগুলোতে তে কী বোর্ড নেই (যেমন -5800) সে ক্ষেত্রে send, menu এবং camera বাটনগুলো একসঙ্গে চাপুন এবং তারপর পাওয়ার বাটন চেপে মোবাইল অন করুন । 

বিঃ দ্রঃ সেট পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বাটন গুলো ছাড়বেন না

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।