মোবাইলের লো ব্যাটারীতে কথা বলুন অনায়াসে….


আমাদেনর মধ্যে অনেকেই মোটর বাইক ব্যবহার করেন। এবং মাঝে মাঝে এমন সমস্যায় পড়েন এভাবে যো, এমন জায়গায় ফুয়েলিং ফুরিয়ে যায়, যেখানে লাখ টাকা দিলেও তা পাওয়া যায় না। তখন কি করেন ওনারা? নিশ্চিয় যারা এমন সমস্যায় পড়ে উত্তরণ হয়েছেন ওনাদের অনেকেই বলবেন যে তারা রিজার্ভ
ফুয়েলিং ব্যবহার করেছেন। মনে করুন এমন কোন সময় এসেছে যে,  আপনার মোবাইল ফোনে ব্যাটারী লো হয়েগেছে। এবং এমনভাবে লো হয়েগেছে যে, কথা বলার উপযুক্ত নয়। এবং হাতের কাছে চার্জারও নেই। কিন্তু আপনার খুব দরকারীএকটা কল করা দরকার। সেক্ষেত্রে  আপনি পলিসি এপ্লাই করত পারেন যদি আপনার সেট নোকিয়া হয়ে থাকে।  নকিয়া কিছু চার্জ রিজার্ভ করে রাখে তবে সব সেটের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়। । আপনি সেই রিজার্ভ চার্জ ব্যবহার করে কথা বলতে পারবেন । সে ক্ষেত্রে আপনাকে *3370# চাপতে হবে। তারপর  আপনার মোবাইল টি রিস্টার্ট  করুন।  যখন চালু হবে আপনি আপনার ব্যাটারী লেভেল ৫০% বৃদ্ধি প্রাপ্ত  দেখবেনইনশাল্লাহ। এখন আপনি আপনার গুরুত্তপূর্ন কল টি সেরে ফেলুন। ডিএ্যাকটিভ করতে#3370# চাপুন। আপনি যখন যথারীতি আপনার মোবাইল আবার চার্জ এ লাগাবেন তখন ওই শেষ হয়ে যাওয়া রিজার্ভ চার্জ আবার অটোমেটিক পূর্ন হয়ে যাবে।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।